নাশকতার মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে বাগমারার দেউলা চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন।
সম্প্রতি এক রাতে বিএনপির নেতা-কর্মীরা বাগমারার নাজিরপুর উচ্চবিদ্যালয় মাঠে নাশকতার পরিকল্পনা করতে বসেন। পুলিশ সেখানে গেলে তাঁরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে তাঁদের ফেলে যাওয়া ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানকে।