হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বিএনপির এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আবু রায়হান (৪৫)। গতকাল সোমবার রাতে বড়গছা-মালসন রাস্তায় তাঁর ওপর হামলা চালানো হয়। 

আবু রায়হান উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বড়গাছা গ্রামের মুন্টু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে রায়হানের শ্যালক তোহা বলেন, ‘গতকাল সোমবার রাত ৮টার দিকে বড়গাছা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে আমাদের বাড়ি মালসন গ্রামে আসছিলেন আবু রায়হান। এ সময় বড়গছা-মালসন রাস্তার মাঝামাঝি পৌঁছালে তিনটি মোটরসাইকেলে তিন আরোহীর এসে পথরোধ করে পেছন থেকে তাঁর ঘারে আঘাত করে। এরপর মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।’ 

তোহা আরও বলেন, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর বাম হাতের কবজির ওপর বেশ কয়েক জায়গায় গুরুতর জখম রয়েছে। 

এ বিষয়ে উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘রায়হান দোকান বন্ধ করে শ্বশুরবাড়ি মালশন গ্রামে যাওয়ার পথে রাস্তার মাঝখানে কয়েকটি মোটরসাইকেল আরোহী এসে পথ রোধ করে তাঁকে মারধর করে। খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়ে দেই।’ 

এ ব্যাপারে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআই-এ উত্তর খুঁজছিলেন এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল