চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পাকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন, উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২), তাঁর নাতি সিয়াম (৮)। দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান চলছে।