হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে 

প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। 

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।

স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।

এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে