রাজশাহীর তানোরে জাম গাছ থেকে পড়ে নিরব আলী (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, নিহত মাদ্রাসা ছাত্র উপজেলার কাদিপুর এলাকার হাসানের ছেলে। এবং স্থানীয় কাদিপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে এলাকার একটি জাম গাছে উঠেছিল নিরব। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। প্রথমে তাকে এলাকার গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যায় নিরব।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।