হোম > সারা দেশ > রাজশাহী

 ‘বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, ‘এখন গ্রামের আয়-রোজগার বেড়েছে। কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সুতরাং বলাই যায়, বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না।’

আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নগর ভবনের গ্রিন প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. আতিউর রহমানকেও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আমি শুধু এইটুকু বলে যেতে চাই, বাংলাদেশ আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না।’ 

অর্থনীতিবিদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের ২৭৩ ডলার মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন। এখন তা অনেক বেড়েছে। বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। রাজশাহীতে এসেও সেই উন্নয়ন দেখতে পাচ্ছি।’

রাজশাহী সবুজ নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহীর সবুজ বিবর্তন হয়েছে। যেটি আমি দেখতে চেয়েছিলাম, সেটি পেয়েছি। কী করে একটি নগর সবুজ ও জীবন্ত হয়ে উঠছে! আমরা এই রকম আর একটি নগর গড়ে তুলতে পারছি না। নগরগুলো ঢাকাকে অনুকরণ করছে, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। এখানে একটা সবুজ নগর গড়ে উঠেছে।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর