হোম > সারা দেশ > রাজশাহী

 ‘বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, ‘এখন গ্রামের আয়-রোজগার বেড়েছে। কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সুতরাং বলাই যায়, বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না।’

আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নগর ভবনের গ্রিন প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. আতিউর রহমানকেও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আমি শুধু এইটুকু বলে যেতে চাই, বাংলাদেশ আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না।’ 

অর্থনীতিবিদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের ২৭৩ ডলার মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন। এখন তা অনেক বেড়েছে। বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। রাজশাহীতে এসেও সেই উন্নয়ন দেখতে পাচ্ছি।’

রাজশাহী সবুজ নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহীর সবুজ বিবর্তন হয়েছে। যেটি আমি দেখতে চেয়েছিলাম, সেটি পেয়েছি। কী করে একটি নগর সবুজ ও জীবন্ত হয়ে উঠছে! আমরা এই রকম আর একটি নগর গড়ে তুলতে পারছি না। নগরগুলো ঢাকাকে অনুকরণ করছে, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। এখানে একটা সবুজ নগর গড়ে উঠেছে।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক