হোম > সারা দেশ > রাজশাহী

 ‘বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, ‘এখন গ্রামের আয়-রোজগার বেড়েছে। কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সুতরাং বলাই যায়, বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হবে না।’

আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নগর ভবনের গ্রিন প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. আতিউর রহমানকেও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আমি শুধু এইটুকু বলে যেতে চাই, বাংলাদেশ আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না।’ 

অর্থনীতিবিদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের ২৭৩ ডলার মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন। এখন তা অনেক বেড়েছে। বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। রাজশাহীতে এসেও সেই উন্নয়ন দেখতে পাচ্ছি।’

রাজশাহী সবুজ নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহীর সবুজ বিবর্তন হয়েছে। যেটি আমি দেখতে চেয়েছিলাম, সেটি পেয়েছি। কী করে একটি নগর সবুজ ও জীবন্ত হয়ে উঠছে! আমরা এই রকম আর একটি নগর গড়ে তুলতে পারছি না। নগরগুলো ঢাকাকে অনুকরণ করছে, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। এখানে একটা সবুজ নগর গড়ে উঠেছে।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’