হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বিজ্ঞান গ্রুপে পাশের হার ৪৬ শতাংশ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮০ দশমিক ৬ শতাংশ। গড়ে ৪৬ দশমিক ৮৯ শতাংশ। 

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

প্রকাশিত ফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে ২৮ হাজার ৯১ জন পাস করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৪৬ শতাংশ। 

এ ছাড়া অ-বিজ্ঞান গ্রুপ (বাণিজ্য ও মানবিক থেকে যাঁরা এসেছেন) থেকে আবেদন করেন ১ হাজার ৭৭৮ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেন ১ হাজার ৩৬৮ জন, যা মোট অংশগ্রহণকারীর ৮০ দশমিক ৬ শতাংশ। 

উভয় গ্রুপ মিলিয়ে মোট অংশগ্রহণকারী ৬২ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে পাস করেন ২৯ হাজার ৪৫৯ জন। গড় পাসের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞান গ্রুপে সর্বোচ্চ নম্বর ৯৬ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮৭। 

উল্লেখ্য, গত ৫ মার্চ বিজ্ঞানের অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার শিফট মিলে এতে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ১২ শতাংশ।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান