সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে রাইসা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার চাচাতো ভাই নাফিস (২)। আজ সোমবার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের রাশিদুল ইসলামের মেয়ে। আহত নাফিস ফরিদুল ইসলামের ছেলে। তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রাইসার বাবা নতুন ঘর তৈরির জন্য তাদের পুরোনো ঘর ভেঙে ফেলেন। ওই ঘরের বিদ্যুতের তার মেঝেতে পড়ে ছিল। রাইসা ও নাফিস সেখানে গেলে বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। আহত হয় নাফিস।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।