হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তহত্যাকে দুঃখজনক বললেন ভারতীয় হাইকমিশনার

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সীমান্তহত্যা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের গত রোববারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আই এগ্রিড উইথ হিম, দ্যাট ইট ইজ এ স্যাড ডেভেলপমেন্ট।' 

আজ সোমবার সকালে দিনাজপুর রায়সাহেব বাড়িতে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি বহুমুখী কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী।

ভারত সরকারের অর্থায়নে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। এ সময় বক্তব্য দেন রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট বাবু চিত্ত ঘোষ ও লোকনাথ মন্দিরের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। 

হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা মৃত্যু চাই না। সীমান্ত রক্ষীবাহিনীর প্রতি আত্মরক্ষা ব্যতিরেকে গুলি না চালানোর প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। আমরা সীমান্তে হত্যা বন্ধে সম্মিলিতভাবে কাজ করে এটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে চাই।’ এ সময় তিনি সীমান্তে হত্যায় আবারও গভীরভাবে অনুতপ্ত বলেও উল্লেখ করেন। 

অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার পরে ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি খানসামায় একটি ছাত্রাবাসসহ সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ভারতীয় হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও রংপুরে সিংড়া হাউস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী