হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তহত্যাকে দুঃখজনক বললেন ভারতীয় হাইকমিশনার

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সীমান্তহত্যা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের গত রোববারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আই এগ্রিড উইথ হিম, দ্যাট ইট ইজ এ স্যাড ডেভেলপমেন্ট।' 

আজ সোমবার সকালে দিনাজপুর রায়সাহেব বাড়িতে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি বহুমুখী কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী।

ভারত সরকারের অর্থায়নে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। এ সময় বক্তব্য দেন রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট বাবু চিত্ত ঘোষ ও লোকনাথ মন্দিরের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। 

হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা মৃত্যু চাই না। সীমান্ত রক্ষীবাহিনীর প্রতি আত্মরক্ষা ব্যতিরেকে গুলি না চালানোর প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। আমরা সীমান্তে হত্যা বন্ধে সম্মিলিতভাবে কাজ করে এটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে চাই।’ এ সময় তিনি সীমান্তে হত্যায় আবারও গভীরভাবে অনুতপ্ত বলেও উল্লেখ করেন। 

অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার পরে ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি খানসামায় একটি ছাত্রাবাসসহ সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ভারতীয় হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও রংপুরে সিংড়া হাউস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন