হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে দুর্ঘটনা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে হাইওয়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মহাসড়কে বাঘোপাড়া খোলার ঘর এলাকায় বগুড়া শহর থেকে মহাস্থানগামী একটি অটোরিকশা হাইওয়ে পুলিশের সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ অটোরিকশাটি ধাওয়া করে আটকের চেষ্টা করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এক মাদ্রাসাছাত্রকে ধাক্কা দেয়। ওই ছাত্র আহত হলে জনগণ হাইওয়ে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে জনগণ মহাসড়ক অবরোধ করে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। হাইওয়ে পুলিশের জড়িত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দুইটার সময় অবরোধ তুলে নেয় জনতা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। 

চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, অটোরিকশা পালাতে গিয়ে দুর্ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে জনগণ সড়ক অবরোধ করে। 

হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায় বলেন, পুলিশ দেখে পালাতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনা ঘটায়। স্থানীয়রা দুর্ঘটনার জন্য হাইওয়ে পুলিশকে দায়ী করে মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে পুলিশের কোনো সদস্যের অবহেলার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত