হোম > সারা দেশ > রাজশাহী

ধান-চাল মজুত: নওগাঁয় জরিমানা গুনলেন চালকল মালিক গ্রুপের সভাপতি

নওগাঁ প্রতিনিধি

অবৈধভাবে ধান মজুত করায় জরিমানা গুনলেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি এবং নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে সাড়ে চার হাজার টন ধানসহ তাঁর তিনটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালকলগুলোতে অভিযান চালান।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান। আজ বিকেলে শহরের আনন্দনগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় ওই মিলের তিনটি গুদামে অবৈধভাবে প্রায় সাড়ে চার হাজার টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপণন আইনে মিলের স্বত্বাধিকারী নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামগুলো সিলগালা করা হয়।

বাজারদর অনুযায়ী ধান বিক্রির শর্তে গুদামগুলো খুলে দেওয়া হবে জানান জেলা প্রশাসক।

অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটোরাইস মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ধান মজুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। অনুমোদনের চেয়ে বেশি সময় ধরে ধান-চাল মজুত করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক গোলাম মওলা আরও জানান, অবৈধ মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান চলবে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’