হোম > সারা দেশ > রাজশাহী

ধান-চাল মজুত: নওগাঁয় জরিমানা গুনলেন চালকল মালিক গ্রুপের সভাপতি

নওগাঁ প্রতিনিধি

অবৈধভাবে ধান মজুত করায় জরিমানা গুনলেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি এবং নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে সাড়ে চার হাজার টন ধানসহ তাঁর তিনটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালকলগুলোতে অভিযান চালান।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান। আজ বিকেলে শহরের আনন্দনগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় ওই মিলের তিনটি গুদামে অবৈধভাবে প্রায় সাড়ে চার হাজার টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপণন আইনে মিলের স্বত্বাধিকারী নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামগুলো সিলগালা করা হয়।

বাজারদর অনুযায়ী ধান বিক্রির শর্তে গুদামগুলো খুলে দেওয়া হবে জানান জেলা প্রশাসক।

অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটোরাইস মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ধান মজুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। অনুমোদনের চেয়ে বেশি সময় ধরে ধান-চাল মজুত করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক গোলাম মওলা আরও জানান, অবৈধ মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান চলবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক