হোম > সারা দেশ > রাজশাহী

ধান-চাল মজুত: নওগাঁয় জরিমানা গুনলেন চালকল মালিক গ্রুপের সভাপতি

নওগাঁ প্রতিনিধি

অবৈধভাবে ধান মজুত করায় জরিমানা গুনলেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি এবং নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে সাড়ে চার হাজার টন ধানসহ তাঁর তিনটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালকলগুলোতে অভিযান চালান।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান। আজ বিকেলে শহরের আনন্দনগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় ওই মিলের তিনটি গুদামে অবৈধভাবে প্রায় সাড়ে চার হাজার টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপণন আইনে মিলের স্বত্বাধিকারী নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামগুলো সিলগালা করা হয়।

বাজারদর অনুযায়ী ধান বিক্রির শর্তে গুদামগুলো খুলে দেওয়া হবে জানান জেলা প্রশাসক।

অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটোরাইস মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ধান মজুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। অনুমোদনের চেয়ে বেশি সময় ধরে ধান-চাল মজুত করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক গোলাম মওলা আরও জানান, অবৈধ মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান চলবে।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার