হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গরু চোরের গাড়ির ধাক্কায় গৃহবধূর মৃত্যু, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরু চোরের পিকআপভ্যানের চাকায় পৃষ্ট হয়ে গৃহবধূ নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের জহিরুল শেখ (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের আব্দুস ছালাম (৩৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের মিন্টু মিয়া (৩৪)।

র‍্যাব জানায়, গতকাল বুধবার ভোরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের আমির চাঁনের বাড়িতে একদল চোর গরু চুরি করতে ঢুকে। তাঁরা গোয়াল ঘর থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু একটি পিকআপভ্যানে ওঠায়। এ সময় গরুর ডাকে আমির চাঁনের স্ত্রী সেলিনা খাতুন, তাঁর দুই ছেলে জুবায়ের ও ওয়ালিদ বাড়ির বাইরে এসে দেখে তাঁদের দুটি গরু পিকআপভ্যানে ওঠানো। তাঁদের উপস্থিতিতে চোরেরা দ্রুত গতিতে পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁরা পিকআপভ্যানটি থামানোর চেষ্টা করে। চোরেরা তাঁদের ধাক্কা দিয়ে পিকআপভ্যান নিয়ে পালিয়ে যায়। এতে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিনা খাতুনের মৃত্যু হয়। আহত জুবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহত সেলিনা খাতুনের স্বামী আমির চাঁন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতভর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি এবং ডাকাতির মামলা রয়েছে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে