হোম > সারা দেশ > রাজশাহী

হামলা-লুটপাটের বিচার চান যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জমি দখল, হামলা ও লুটপাটের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক যুবদল নেতা। তাঁর নাম শাহিন আক্তার সাইদ। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা শাহিন আজ শনিবার দুপুরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাইদ বলেন, ৯ আগস্ট দুপুরে মেহেরচণ্ডী এলাকার নাসির, মামুন মাস্টার, মো. আলী, সজল, শাকিল, শাকিব, মনির, নবী, জামিল, বালিয়াপুকুর এলাকার সানি, জসিমসহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের ৪৫ থেকে ৫০ জন হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর ছেলে ও বড় বোনকে বেদম মারধর করেন। আহত অবস্থায় তিনি হাসপাতালে গেলে জানতে পারেন, তাঁর বাসায় এরা আবারও পরপর তিনবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে রাতে মেহেরচণ্ডী এলাকার জলিলের মোড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাই ভাই আয়রন স্টোরে ভাঙচুরের পর সব মালামাল, কাগজপত্র ও দুই লাখ টাকা নিয়ে যায়।

শাহিন দাবি করেন, এলাকার কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলের নির্দেশে এই হামলা ও লুটপাট হয়েছে। কাউন্সিলর তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। সেখানে তাঁর কার্যালয় স্থাপন করেছেন। কাউন্সিলর আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলেও কোয়েলের দৌরাত্ম্য কমেনি। ভুক্তভোগী শাহিন কোয়েলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিচার চান হামলা ও লুটপাটের।

অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলকে ফোন করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান