হোম > সারা দেশ > রাজশাহী

কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় বাজার এলাকার মৃত ছানাউল্লা প্রামাণিকের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বুধবার ভোরে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজের অদূরে কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে স্থানীয়রা মোটরসাইকেলসহ একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিষয়টি কালাই থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন হয়।

নিহতের বোন সুমনা আক্তার জানান, সাত বোন ও এক ভাইের মধ্যে শাহিনুর ছিলেন ছোট। এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর-আপলা গ্রামের জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। শ্বশুরবাড়ি থেকে আজ ভোরে নিজের বাড়িতে ফেরার সময় পথে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিবার এখনো জানতে পারেনি।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী