হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্কুলছাত্রকে ধর্ষণের মামলায় দোকান মালিক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকায় স্কুলছাত্রকে (১০) ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম ওরফে লিটন মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

গ্রেপ্তার আব্দুল আলিম সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক। 

এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে আব্দুল আলিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে, শিশুটি পৌর এলাকার এক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। লিটন মুন্সির ওই এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্র লিটন মুন্সির দোকানের সামনে দিয়ে স্কুল মাঠের দিকে যাচ্ছিল। এ সময় লিটন মুন্সি স্কুলছাত্রকে মোবাইলের লোভ দেখিয়ে জোর করে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলতে স্কুলছাত্রকে ভয় দেখায়। 

শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে ঘটনাটি তার মা ও দাদিকে জানায়। পরে তারা লিটন মুন্সির দোকানে এসে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষমা চান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লিটন মুন্সিকে আটক করে কারেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। স্থানীয়রা ৯৯৯—এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটন মুন্সিকে আটক করে থানায় নিয়ে যায়।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার