হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্কুলছাত্রকে ধর্ষণের মামলায় দোকান মালিক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকায় স্কুলছাত্রকে (১০) ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম ওরফে লিটন মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

গ্রেপ্তার আব্দুল আলিম সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক। 

এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে আব্দুল আলিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে, শিশুটি পৌর এলাকার এক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। লিটন মুন্সির ওই এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্র লিটন মুন্সির দোকানের সামনে দিয়ে স্কুল মাঠের দিকে যাচ্ছিল। এ সময় লিটন মুন্সি স্কুলছাত্রকে মোবাইলের লোভ দেখিয়ে জোর করে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলতে স্কুলছাত্রকে ভয় দেখায়। 

শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে ঘটনাটি তার মা ও দাদিকে জানায়। পরে তারা লিটন মুন্সির দোকানে এসে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষমা চান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লিটন মুন্সিকে আটক করে কারেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। স্থানীয়রা ৯৯৯—এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটন মুন্সিকে আটক করে থানায় নিয়ে যায়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী