হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে কৃষকের ১৫০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঈশ্বরদী (পাবন) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক। 

ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে। 

সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ। 

মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন। 

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড