রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ শনিবার বেলা ১২টার দিকে সহধর্মিণী রোজী কুমারকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
এ সময় পুরো হাসপাতালটির ঘুরে দেখেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এই হাসপাতালের কোনো রোগী চিকিৎসার ভারতে যাওয়ার প্রয়োজন হলে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় ভিসা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মনোজ কুমার।
তাঁর পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক বি কে দাম, সুজিত কুমার ভদ্র, বিপদ ভঞ্জন কর্মকার, আতিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।