হোম > সারা দেশ > রাজশাহী

টিকা না নিয়েই মিলল সনদ

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 

নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকার কোনো ডোজ না নিয়েই টিকা গ্রহণের সনদ মিলেছে। কেবল নিবন্ধন করায় অনলাইনে চলে এসেছে এই সনদ। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী মোন্তাজ আলী (৫৩) ও তাঁর সহধর্মীনি পারভীন বেগমের (৪৩) সঙ্গে।

তাঁরা করোনাভাইরাসের টিকা নিতে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। তবে সেদিন তানোরের বাইরে অবস্থান করায় টিকা নিতে পারেননি মোন্তাজ-পারভীন দম্পত্তি।

এর আট সপ্তাহ পর তাঁদের কাছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড১৯ ভ্যাক্স’ এর পক্ষ থেকে। তবে প্রথম ডোজ গ্রহণ না করায় এবং হাসপাতালে টিকা স্বল্পতার খবরে ওই তারিখেও তাঁরা টিকা নিতে পারেননি।

এর কিছুদিন পরে দুজনের কাছে কোভিড১৯ ভ্যাক্সের আরেকটি করে মেসেজ আসে। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে।  অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ এই মেসেজ পেয়ে অনলাইনের লিঙ্কে প্রবেশ করে নিজেদের নামে টিকা গ্রহণের সনদ পান মোন্তাজ ও পারভীন দম্পত্তি।

মোন্তাজ আলী বলেন, নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরই কেবল ভ্যাকসিন গ্রহণের সনদ দেওয়া হয়ে থাকে। তবে তাঁদের ক্ষেত্রে উল্টো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জানানোর পর তাঁরা কারিগরি জটিলতার কারণে এ রকম হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে বিশেষ পন্থায় টিকা দেওয়া হবে বলেও জানান তাঁরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, সুরক্ষা অ্যাপে কারিগরি জটিলতার কারণে এ রকম হতে পারে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নিবন্ধন করে টিকা গ্রহণ না করায় তাদের এখন সিনোফার্মের টিকা দেওয়া হবে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক