হোম > সারা দেশ > রাজশাহী

টিকা না নিয়েই মিলল সনদ

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 

নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকার কোনো ডোজ না নিয়েই টিকা গ্রহণের সনদ মিলেছে। কেবল নিবন্ধন করায় অনলাইনে চলে এসেছে এই সনদ। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী মোন্তাজ আলী (৫৩) ও তাঁর সহধর্মীনি পারভীন বেগমের (৪৩) সঙ্গে।

তাঁরা করোনাভাইরাসের টিকা নিতে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। তবে সেদিন তানোরের বাইরে অবস্থান করায় টিকা নিতে পারেননি মোন্তাজ-পারভীন দম্পত্তি।

এর আট সপ্তাহ পর তাঁদের কাছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড১৯ ভ্যাক্স’ এর পক্ষ থেকে। তবে প্রথম ডোজ গ্রহণ না করায় এবং হাসপাতালে টিকা স্বল্পতার খবরে ওই তারিখেও তাঁরা টিকা নিতে পারেননি।

এর কিছুদিন পরে দুজনের কাছে কোভিড১৯ ভ্যাক্সের আরেকটি করে মেসেজ আসে। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে।  অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ এই মেসেজ পেয়ে অনলাইনের লিঙ্কে প্রবেশ করে নিজেদের নামে টিকা গ্রহণের সনদ পান মোন্তাজ ও পারভীন দম্পত্তি।

মোন্তাজ আলী বলেন, নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরই কেবল ভ্যাকসিন গ্রহণের সনদ দেওয়া হয়ে থাকে। তবে তাঁদের ক্ষেত্রে উল্টো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জানানোর পর তাঁরা কারিগরি জটিলতার কারণে এ রকম হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে বিশেষ পন্থায় টিকা দেওয়া হবে বলেও জানান তাঁরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, সুরক্ষা অ্যাপে কারিগরি জটিলতার কারণে এ রকম হতে পারে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নিবন্ধন করে টিকা গ্রহণ না করায় তাদের এখন সিনোফার্মের টিকা দেওয়া হবে।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার