হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪ 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের র‍্যাবের কাছে হস্তান্তর করে।

আটকেরা হলেন–রাজশাহীর দুর্গাপুর উপজেলার রাসেল মাহমুদ (২২), কদর আলী (২৮) মো. সিজান এবং পুঠিয়া উপজেলার শিমুল আলী (২০)। আটকের সময় তাদের কাছ থেকে ডাচ্–বাংলা ব্যাংকের চেক বই ও ফাঁকা স্ট্যাম্প (দলিল) উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীরও খোঁজ পান গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, আটক চারজন সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিভিন্ন লোকজনের সঙ্গে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে তারা। এ ছাড়া মূল হোতার নামও তারা জানিয়েছে।

ভুক্তভোগী ওমর ফারুক সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃত আফসার আলীর ছেলে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এনামুল নামে এক ব্যক্তি অর্থের বিনিময়ে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর চাকরি পাইয়ে দিতে চায়। পরে চাকরির ভেরিফিকেশনের (যাচাই–বাচাই) জন্য ৬ হাজার টাকা ঘুষ নেন প্রতারক রাসেল।’ আজ চাকরির নিয়োগপত্র নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার লোকজন তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত আছে কি না এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের আমরা র‍্যাবের কাছে হস্তান্তর করেছি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর