হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪ 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের র‍্যাবের কাছে হস্তান্তর করে।

আটকেরা হলেন–রাজশাহীর দুর্গাপুর উপজেলার রাসেল মাহমুদ (২২), কদর আলী (২৮) মো. সিজান এবং পুঠিয়া উপজেলার শিমুল আলী (২০)। আটকের সময় তাদের কাছ থেকে ডাচ্–বাংলা ব্যাংকের চেক বই ও ফাঁকা স্ট্যাম্প (দলিল) উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীরও খোঁজ পান গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, আটক চারজন সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিভিন্ন লোকজনের সঙ্গে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে তারা। এ ছাড়া মূল হোতার নামও তারা জানিয়েছে।

ভুক্তভোগী ওমর ফারুক সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃত আফসার আলীর ছেলে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এনামুল নামে এক ব্যক্তি অর্থের বিনিময়ে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর চাকরি পাইয়ে দিতে চায়। পরে চাকরির ভেরিফিকেশনের (যাচাই–বাচাই) জন্য ৬ হাজার টাকা ঘুষ নেন প্রতারক রাসেল।’ আজ চাকরির নিয়োগপত্র নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার লোকজন তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত আছে কি না এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের আমরা র‍্যাবের কাছে হস্তান্তর করেছি।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ