হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ছাত্রী গুরুতর অসুস্থ। তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গ্রেপ্তারকতৃদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে এলাকাবাসি। আজ রোববার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর মসিজদ রোড থেকে মিছিলটি বের হয়ে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় মামলার প্রধান আসামি হানজালা হোসেনের (২৩) কুশ পুত্তলিকায় দাহ করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন এনায়েতপুর থানার গোপালপুর এলাকার হানজালা হোসেন, তার বাবা ইব্রাহিম, চাচা লুৎফর রহমান লতু ও প্রতিবেশি রনজিদা খাতুন।

গতকাল শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো এক ছাত্রী (৯)। পথে ওই ছাত্রীকে জোপূর্বক তুলে নিয়ে যায় একই এলাকার হানজালা হোসেন। পরে এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় একটি বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অসুস্থ মাদ্রসাছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রসাছাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে। ভোরে সয়দাবাদ এলাকা থেকে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর