হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বেড়েছে। তাতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

টানা পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে কাজীপুর পয়েন্টে ৯৩ ও শহর রক্ষা বাঁধ এলাকায় ৯০ সেন্টিমিটার পানি বেড়েছে। তাতে নদীর তীরবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। যমুনা নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান বলেন, টানা পাঁচ দিন যমুনা নদীর কাজীপুর ও সদরে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর কাজীপুরে ১৪ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৯ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩২ সেন্টিমিটার, ৮ অক্টোবর ৯ সেন্টিমিটার এবং আজ বুধবার ৯ সেন্টিমিটার পানি বেড়েছে।

একই সময়ে ৫ অক্টোবর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩৩ সেন্টিমিটার, ৮ অক্টোবর ১৪ সেন্টিমিটার এবং আজ ৯ অক্টোবর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

হাসানুজ্জামান আরও বলেন, পানি বাড়লেও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে বিপৎসীমার ২১৩ এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। কাল-পরশু থেকে পানি কমতে শুরু করবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে