হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান আলী নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় রাতেই হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর বিশ্বাস বলেন, ‘হাসান আলীর ডান হাতের দুই স্থানে আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।’

আজ শুক্রবার দুপুরে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে তাঁকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আব্দুল মালেক আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের অভিযোগ দিতে বলা হয়েছে। তবে দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার