হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাতুড়িপেটা-কুপিয়ে যুবককে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নিহত বিপুল সরকার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিপুল সরকার (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সরকার ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে।

নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, এলাকার ২৫-৩০ জন ব্যক্তি মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এসব ঠেকাতে পাহারা দেওয়ার জন্য বিপুল ওই বাঁশের মাচা তৈরির চেষ্টা করছিলেন। মাদক কারবারিরা এতে বাধা দেন।

এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রাত ৮টার দিকে মাদক কারবারিরা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপুলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে