নওগাঁর সাপাহার উপজেলার সরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তিনজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। আজ রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লূনা মাদ্রাসার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার দায়ে ওই তিনজন শিক্ষককে প্রত্যাহার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন। তাঁরা আগামী এক বছরের কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।’
প্রত্যাহার হওয়া শিক্ষকেরা হলেন—উপজেলার চাঁচাহার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গোলাম রাব্বানী, হাঁপানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান এবং পাহাড়ীপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মোরসালিন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লূনা আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন সেখানে গিয়ে ওই শিক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি আমার নজরে আসে। পরে সেখান থেকে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত দায়িত্বে থাকা শিক্ষকদের সেখানে নিযুক্ত করা হয়েছে। ওই শিক্ষকদের ব্যাপারে পরবর্তী কার্যক্রমের বিষয়টি কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’