রাজশাহীতে ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যার ঘটনার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাঁর নাম বাদশা মিয়া (৩৭)। নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা তিনি।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত বছরের ২৭ জুলাই চন্দ্রিমা থানা এলাকায় টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে মো. সাব্বির (২২) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলার পলাতক আসামি বাদশা মিয়া।
পুলিশের দাবি, গ্রেপ্তার বাদশা মিয়া এ হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বাদশা মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।