রাজশাহীতে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ডলি পারভীন (৩৭)। তিনি গ্রামীণ ব্যাংকে রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন।
নিহত ডলির বাড়ি নাটোর। তিনি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী আবদুস সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ডলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ (জিআরপি) ব্যবস্থা নেবে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।
রাজশাহী রেলওয়ে থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।