হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ৭ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে ফকির চাঁন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফকির চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামাণিকের ছেলে। তিনি অটো ভ্যানের চালক ছিলেন।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে ভাড়ার উদ্দেশ্যে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফকির চাঁন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু না পেয়ে দুই দিন পর পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেলকুচি থানার গরুর হাট নাম স্থান থেকে একজনকে আটক করা হয়। আটকের পর তাঁর দেওয়া বর্ণনা অনুযায়ী আজ সকালে পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির দেওয়া বর্ণনা অনুযায়ী জায়গায় গিয়ে ফকির চাঁনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক