হোম > সারা দেশ > রাজশাহী

আব্বাসকে গ্রেপ্তারের দাবি রাসিক কাউন্সিলরদের

রাজশাহী প্রতিনিধি

বঙ্গবন্ধুকে অবমাননা করে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলররা। আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাঁরা তীব্র নিন্দা জানিয়ে আব্বাস আলীকে গ্রেপ্তারের দাবি জানান। 

বিবৃতিতে রাসিকের কাউন্সিলররা বলেন, ‘আব্বাস আলীর বক্তব্য অসাংবিধানিক, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের চেতনা ও নীতিমালার পরিপন্থী। আমরা রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা মেয়র আব্বাস আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

তাঁরা বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান। মেয়র লিটনকে নিয়ে অকথ্য, অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আব্বাস আলী। এতে আমরা কাউন্সিলররা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।’ 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা কাউন্সিলররা অনতিবিলম্বে মেয়র আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার জানাচ্ছি। পাশাপাশি রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।’ 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা