হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আর আর স্পিনিং অ্যান্ড কটন মিল কারখানার শ্রমিকেরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

শনিবার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় আর আর স্পিনিং অ্যান্ড কটন মিল কারখানার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী। ঈদে ঘরমুখী মানুষ যেন দুর্ভোগে না পড়ে, এ জন্য সব চেষ্টা করে যাচ্ছে। শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন এমন খবর পেয়ে তাৎক্ষণিক ক্যাপ্টেন সুদীপ্তের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী মিলমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ বেতন পরিশোধ করবে বলে সেনাবাহিনীকে আশ্বস্ত করে।

পরে বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। শ্রমিকেরা আশ্বস্ত হয়ে মহাসড়ক থেকে সরে যান। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাস না পেয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এরপর হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল মান্নান বলেন, ‘কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। তাঁদের কারও বেতন বকেয়া নেই। কিন্তু চলতি মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এখন আমরা তাঁদের বেতন পরিশোধের চেষ্টা করছি।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান