হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সেই ওসির ঘুষ চাওয়ার অডিও সঠিক: তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ডটি আসলেই তাঁর কি না তা নিয়ে তদন্তকাজ শেষ হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি মাহবুবুল আলমেরই। 

যদিও এই কথোপকথন নিজের নয় বলে দাবি করেছিলেন মাহবুবুল আলম।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অডিও রেকর্ডে যার কথা শোনা যাচ্ছে তিনি তৎকালীন ওসি মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে পাঠানো হয়েছে। তিনি এটি পুলিশ সদর দপ্তরে পাঠাবেন। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামে এক নারী। এর সঙ্গে ওসির সঙ্গে কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটিও দেন তিনি। 

ওই রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না। 

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এলাকায় কোনো পদায়ন কিংবা বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন না। এদিকে এই অভিযোগ পাওয়ার পর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটিও। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পাঁচ দিনের সময় দেন এসপি। গত সোমবার কমিটি প্রতিবেদন দিয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড