হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ১৯০ কেজি সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় তিন হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে শাহ আলম (৩৮) নামে ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

থানা-পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় থানা-পুলিশ। রাত ৪টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও চাল থানা-পুলিশের হেফাজতে রয়েছে। 

রোহান এন্টার প্রাইজ নামের ওই ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ন ১৭-৫৫১০) ৬৫ বস্তা চাল বোঝাই করা ছিল। এর মধ্যে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির পুষ্টি চাল লেখা ছিল তিনটি বস্তায়। বাকি বস্তাগুলো ছিল প্লাস্টিকের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, জব্দ করা ট্রাক ও চাল থানা হেফাজতে রাখা হয়েছে। আটক হওয়া ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক