হোম > সারা দেশ > রাজশাহী

‘নির্দেশনা এলে রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তাদেরও ডোপ টেস্ট করা হবে’

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কিছু কর্মকর্তা-কর্মচারীর মাদক গ্রহণের অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাবোর্ডের নয়া চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেছেন, সরকারের নির্দেশনা এলে কর্মকর্তা-কর্মচারীদেরও করানো হবে ডোপ টেস্ট। শনিবার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

গত ২৩ নভেম্বর প্রেষণে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান করা হয় হাবিবুর রহমানকে। এর আগে তিনি শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার সকালে বোর্ডের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

হাবিবুর রহমান বলেন, ‘সাংবাদিকদের গুরুত্বপূর্ণ মতামত রাজশাহী শিক্ষাবোর্ডকে একটি মডেল সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ কারণে এই মতবিনিময় সভা। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণি ও পেশার অভিজ্ঞদের সাথে মতবিনিময় করা হবে।’ 

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘রাজশাহী শিক্ষাবোর্ড একটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। এ অঞ্চলে শিক্ষাবিস্তারে সহায়ক সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলা যায়। এখানে এসে সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই কোনো বিড়ম্বনা এবং ভোগান্তির শিকার না হন, সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

শিক্ষাবোর্ডকে আরও গতিশীল করার জন্য তিনি সাংবাদিকদেরও মতামত চান। মতবিনিময়কালে শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী