হোম > সারা দেশ > রাজশাহী

নেশার টাকা না পেয়ে মায়ের মাথায় আঘাত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মাদকের টাকা না পেয়ে মায়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেছে দুই ছেলে। ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী শহরের পেয়ারাখালি জামতলা এলাকায়। রডের আঘাতে আহত মা খোদেজা খাতুনকে (৬৫) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

জানা গেছে, মায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল রোববার গভীর রাতে ছোট ছেলে জাহাঙ্গীর পাঠানকে (৩৮) বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক ছেলে হারুন পাঠান (৫০) এখনো পলাতক। 

ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহারে মা উল্লেখ করেছেন, তার দুই ছেলে মাদকাসক্ত। মাদক সেবনের জন্য মাঝেমধ্যে তারা তাঁকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। এমনকি লাঠিসোঁটা দিয়েও মারধর করে। মা হিসেবে তিনি এসব অত্যাচার সহ্য করে আসছিলেন। দিনদিন তাদের অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। মাদকের জন্য তারা সংসারের জিনিসপত্র বিক্রি করে দেয়। এমন পরিস্থিতিতে রোববার বিকেলে দুই ছেলে মাদকের জন্য তাঁর কাছে টাকা দাবি করেন। কিন্তু চাহিদা মতো টাকা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে লোহার জিআই পাইপ দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন। তাঁর বুক ও পিঠে লাথি মেরে আহত করা হয়। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করলে তাঁর নাতি পিন্টু প্রামাণিক এগিয়ে আসে। তাকেও মেরে আহত করা হয়। হুমকি দেয় পরিবারের অন্য সদস্যদেরও। পরে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রাতে অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ পাঠানো হয়। সেখানে পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। 

ওসি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, মামলার আসামি দুজনই মাদকাসক্ত। তাদের মা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর পাঠান অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি তাঁর মাকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করেননি। অন্য কোন কারণে তিনি আহত হতে পারেন। এমনকি তিনি এ ঘটনায় অভিযুক্ত নন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার