হোম > সারা দেশ > রাজশাহী

নিম্ন আদালতে মিনু-বুলবুল-মিলনের আত্মসমর্পণ

রাজশাহী প্রতিনিধি

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।

এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। 

আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন। 

এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। 

শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’ 

রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী