হোম > সারা দেশ > রাজশাহী

নিম্ন আদালতে মিনু-বুলবুল-মিলনের আত্মসমর্পণ

রাজশাহী প্রতিনিধি

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।

এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। 

আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন। 

এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। 

শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’ 

রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার