হোম > সারা দেশ > রাজশাহী

দুই দিন ধরে দেখা নেই সূর্যের, শীতে জবুথবু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গত সোম ও গতকাল মঙ্গলবার সারা দিনেই দেখা মেলেনি সূর্যের। এতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা উপেক্ষা করে সাইকেলে কাজের খোঁজে ছুটছেন মানুষ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা রোডে। ছবি: মিলন শেখ

দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এর মধ্যেই হয়েছে বৃষ্টি। ফলে শীতে জবুথবু রাজশাহী। আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত সোমবারের চেয়ে গতকাল মঙ্গলবার তাপমাত্রা আরও কমেছে। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, গত সোমবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সারা দিনেও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। দুপুরের পর হয় হালকা বৃষ্টি। সন্ধ্যার পরই কুয়াশায় ঢেকে যায় চারপাশ। রাত ১০টার পর তো দৃষ্টিসীমা ২০ মিটারের নিচে নেমে যায়। সড়ক-মহাসড়কে গতি কমিয়ে চলাচল করেছে যানবাহন। গতকালও কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এখন তাপমাত্রা এ রকমই থাকবে। কিছুটা কমতেও পারে।’

এদিকে শীত নামলেও রাজশাহীতে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে শীতবস্ত্রের ব্যবস্থা হয়নি। এখনো কোনো বরাদ্দ আসেনি বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহউদ্দীন আল ওয়াদুদ। তিনি বলেন, ‘এখনো শীতবস্ত্র বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে বিতরণ করা হবে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার