বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাতে আদমদীঘির কুন্দ্রগ্রাম ইউনিয়নের গাদোঘাট এলাকায় ঘটনা ঘটে।
নিহত রহিত কুন্দ্রগ্রাম ইউনিয়নের বশিকোড়া এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, বুধবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মৃত রহিত মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেল লাইনে হাঁটাহাঁটি করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।