হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে যুব অধিকার পরিষদের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ভিপি নুরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)। 

উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি ধুনট থানায় এ মামলা করেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। এ সময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোঁসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করেন। 

তবে থানা হাজতে আটক থাকাকালীন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া জেলার নেতা-কর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য আমার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত