হোম > সারা দেশ > রাজশাহী

সেই শিশু মানাফের চিকিৎসার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সনি আজাদ, চারঘাট (রাজশাহী) 

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজশাহীর চারঘাট উপজেলার অসুস্থ শিশু মানাফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

সিরাজুল ইসলাম বলেন, শিশু মানাফের অসুস্থের খবরটি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে এসেছে। মানাফের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হয়েছে।  শিশুটির সুস্থতার জন্য প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এর আগে গত ৯ অক্টোবর `টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু মানাফের' শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর তা চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের নজরে আসে। এরপর তিনি মানাফের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন। 

জানা যায়, শিশু মানাফ উপজেলার নিমপাড়া গ্রামের জামরুল-মৃধা দম্পতির একমাত্র ছেলে। শিশুটির বাবা জামরুল ইসলাম পেশায় একজন নৈশপ্রহরী। আড়াই বছরের শিশু মানাফের চিকিৎসা করাতে গিয়ে তার হৃৎপিণ্ডে নানা রকম ত্রুটি শনাক্ত হয়। একপর্যায়ে অসহায় বাবা-মা পারছিলেন না শিশুটির চিকিৎসার খরচ বহন করতে। 

মানাফের বাব-মা চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশু মানাফ হৃৎপিণ্ডের কনজেনিটাল অ্যানোমালি রোগে আক্রান্ত। সাধারণত মানুষের হৃৎপিণ্ড বাম পাশে থাকলেও তার রয়েছে ডান পাশে। সবার হৃৎপিণ্ডে চারটি ভাল্ব থাকলেও মানাফের রয়েছে তিনটি। এ ছাড়া জন্মগতভাবে হৃৎপিণ্ডে নানা রকম জটিলতা রয়েছে। এ অবস্থায় হৃৎপিণ্ডের সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে মানাফের চিকিৎসা বন্ধ হয়ে যায়। 

শিশু মানাফের বাবা জামরুল ইসলাম জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ছেলের খোঁজ-খবর নিয়েছেন। প্রতিমন্ত্রীর সহযোগিতায় আগামী শনিবার ছেলেকে চিকিৎসা করাতে ঢাকা নিয়ে যাবেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত