আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজশাহীর চারঘাট উপজেলার অসুস্থ শিশু মানাফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সিরাজুল ইসলাম বলেন, শিশু মানাফের অসুস্থের খবরটি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে এসেছে। মানাফের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হয়েছে। শিশুটির সুস্থতার জন্য প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে গত ৯ অক্টোবর `টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু মানাফের' শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর তা চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের নজরে আসে। এরপর তিনি মানাফের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন।
জানা যায়, শিশু মানাফ উপজেলার নিমপাড়া গ্রামের জামরুল-মৃধা দম্পতির একমাত্র ছেলে। শিশুটির বাবা জামরুল ইসলাম পেশায় একজন নৈশপ্রহরী। আড়াই বছরের শিশু মানাফের চিকিৎসা করাতে গিয়ে তার হৃৎপিণ্ডে নানা রকম ত্রুটি শনাক্ত হয়। একপর্যায়ে অসহায় বাবা-মা পারছিলেন না শিশুটির চিকিৎসার খরচ বহন করতে।
মানাফের বাব-মা চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশু মানাফ হৃৎপিণ্ডের কনজেনিটাল অ্যানোমালি রোগে আক্রান্ত। সাধারণত মানুষের হৃৎপিণ্ড বাম পাশে থাকলেও তার রয়েছে ডান পাশে। সবার হৃৎপিণ্ডে চারটি ভাল্ব থাকলেও মানাফের রয়েছে তিনটি। এ ছাড়া জন্মগতভাবে হৃৎপিণ্ডে নানা রকম জটিলতা রয়েছে। এ অবস্থায় হৃৎপিণ্ডের সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে মানাফের চিকিৎসা বন্ধ হয়ে যায়।
শিশু মানাফের বাবা জামরুল ইসলাম জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ছেলের খোঁজ-খবর নিয়েছেন। প্রতিমন্ত্রীর সহযোগিতায় আগামী শনিবার ছেলেকে চিকিৎসা করাতে ঢাকা নিয়ে যাবেন।