হোম > সারা দেশ > রাজশাহী

চলন্ত ট্রেনে জন্ম, রেলমন্ত্রীর উপহার পেল নবজাতক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতকটিকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপহারসামগ্রী দিয়েছেন। শিশুটির মা স্বর্ণা আক্তার ও বাবা ইয়াসিত আরাফাতকেও উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে তাঁদের নতুন পোশাক দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপকের কক্ষে নবজাতকের মা স্বর্ণা আক্তার ও স্বর্ণার ভাই ইসতিয়াক আহমেদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের বগিতে সন্তান প্রসবের খবরটি রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নজরে এসেছে। এরপর এই শিশু ও তার মা-বাবাকে উপহারসামগ্রী দিতে তিনি টাকা পাঠিয়েছেন। সেই টাকায় উপহারসামগ্রী কিনে দেওয়া হলো।

স্বর্ণা আক্তারের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তাঁর স্বামী ইয়াসিন আরাফাত সৌদিপ্রবাসী। সন্তান প্রসবের জন্য গতকাল সোমবার সকালে ঝিনাইদহ থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে স্বর্ণাকে রাজশাহী আনা হচ্ছিল। তাঁরা ছিলেন ‘ঙ’ বগিতে। পোড়াদহ স্টেশন পার হওয়ার পর স্বর্ণার প্রসববেদনা শুরু হয়। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক থাকলে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন সহযাত্রী শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন আক্তার। 

যাত্রীরা তাঁদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। কাপড় দিয়ে ঘিরে ধরে বগির ভেতরেই ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। 

ট্রেনটি দুপুরে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। এরপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়। পরদিন রেলমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের উপহারসামগ্রী দেওয়া হলো। এরপর দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বর্ণা ট্রেনে চড়েই তাঁর সন্তান নিয়ে বাড়ি ফেরেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার