হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহকর্মী, বাবা-ছেলে কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সলঙ্গা থানা আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তামান্না ইয়াসমিন বলেন, ধর্ষণ মামলায় বিকেলে বাবা-ছেলেকে আদালতে হাজির করে পুলিশ। পারে বিচারক মো. ওবায়দুল হক রুমি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল। জমসের ও তাঁর ছেলে মুক্তা নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি যেন গোপন থাকে, এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হতো। ভয়ে ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। যে কারণে এত দিন ঘটনাটি গোপন ছিল। সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরে কিশোরীর মা বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে জমসের ও মুক্তার নামে পৃথক দুটি মামলা করেন।

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে