হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আটক ছাত্রদলের কর্মী সাগর রেজা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাঁকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম মো. আলমগীর। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।

ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তাঁর। তাঁকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আজকের পত্রিকাকে বলেন, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাঁকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুরোনো একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা