হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বেড়েছে মানুষের চলাচল

প্রতিনিধি, রাজশাহী

চলমান কঠোর লকডাউনের মধ্যে রাজশাহী শহরে মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। ঈদের পর থেকে শুরু হওয়া লকডাউনের চতুর্থ দিন সোমবার শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের রাস্তায় এদিন রিকশা-অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি দেখা গেছে।

এদিকে শহরের বাইরেও মানুষের চলাচল বেড়েছে আগের তুলনায় বেশি। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় যান পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সাথে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
পাশাপাশি করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং সরকার নির্দেশিত বিধিনিষেধগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান এসপি এবিএম মাসুদ হোসেন।

রাজশাহী শহরের লকডাউন পরিস্থিতি নিয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আগের চেয়ে মানুষের চলাচল একটু বেড়েছে বলে আমরাও দেখছি। মানুষকে ঘরে ফিরিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। অহেতুক ঘুরে বেড়ালে শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত রয়েছে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, রোববার রাজশাহী জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬২টি মামলা হয়েছে। ৬২ মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৫১ হাজার ১৫০ টাকা। বিতরণ করা হয়েছে হাজারেরও বেশি পিস মাস্ক। সোমবারও মাস্ক বিতরণের পাশাপাশি অহেতুক ঘরের বাইরে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী