হোম > সারা দেশ > রাজশাহী

৬ মাসেও খোঁজ নেই শিবগঞ্জের আসাদুল্লাহর, অপহরণের অভিযোগ পরিবারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পর ছয় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হননি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিরাহিমপুরের মো. আসাদুল্লাহ (২১)।

গত ৩০ জুন শিবগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে জিডিতে (সাধারণ ডায়েরি) তাঁকে অপহরণের অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছে বলে দাবি করেছে পরিবার। কিন্তু এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি বলে পুলিশের দাবি।

আসাদুল্লাহ জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. লুটু আলীর ছেলে। গত বছরের ২৭ জুন তিনি নিখোঁজ হন।

আসাদুল্লাহর বাবা লুটু আলী আজকের পত্রিকাকে জানান, গত বছরের ২৭ জুন সকালে স্থানীয় এক যুবক পাশের বাগানে ক্রিকেট খেলার কথা বলে তাঁর ছেলেকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এ নিয়ে প্রথমে জিডি করার পর তিনি জানতে পারেন, ঘটনার দিন বেলা তিনটার দিকে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁকে স্থানীয় জামতলার ভুরভুরে সেতু এলাকায় দেখা গেছে। ওইখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের নামে করে থানায় অভিযোগ দেন তিনি।

লুটু বলেন, ‘কিন্তু পুলিশ আমার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি। এমনকি আমার ছেলেকে উদ্ধারে পুলিশ কোনো উদ্যোগও নেয়নি। ছেলেকে উদ্ধারের জন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা চাইছি।’

এ নিয়ে জানতে ওই জিডির তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গনির মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় এ নিয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ‘অপহরণের অভিযোগ নিয়ে থানায় কেউ আসেননি। তবে জিডির সূত্র ধরে নিখোঁজ ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার