হোম > সারা দেশ > রাজশাহী

লালাবাগে মাদ্রাসা পড়ুয়া কিশোরীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালাবাগ শহীদনগর এলাকার এক বাসায় মাদ্রাসা পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগ শহীদনগর বউবাজার এলাকা থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শারমিন আক্তারের (১৪) গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাচারি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে শহিদনগর বউবাজার এলাকায় একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত। 

হাসপাতালে শারমিনের বড় বোন সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, শারমিনকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে পড়াশোনা করত না। দুপুরে বাসায় শারমিনকে রেখে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। 

সাথী আক্তার আরও বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শারমিনকে নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তাঁরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বজনদের বরাত দিয়ে এএসআই জানান, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে ফাঁসির কারণ জানাতে পারেননি স্বজনরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে লালবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম