হোম > সারা দেশ > রাজশাহী

লালাবাগে মাদ্রাসা পড়ুয়া কিশোরীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালাবাগ শহীদনগর এলাকার এক বাসায় মাদ্রাসা পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগ শহীদনগর বউবাজার এলাকা থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শারমিন আক্তারের (১৪) গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাচারি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে শহিদনগর বউবাজার এলাকায় একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত। 

হাসপাতালে শারমিনের বড় বোন সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, শারমিনকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে পড়াশোনা করত না। দুপুরে বাসায় শারমিনকে রেখে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। 

সাথী আক্তার আরও বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শারমিনকে নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তাঁরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বজনদের বরাত দিয়ে এএসআই জানান, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে ফাঁসির কারণ জানাতে পারেননি স্বজনরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে লালবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে।

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল