হোম > সারা দেশ > রাজশাহী

নবজাতককে হাসপাতালে ভর্তি করে নারী-পুরুষ যুগল উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নবজাতককে ভর্তি করে তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ উধাও হয়েছেন। গত শনিবার থেকে ওই নবজাতক হাসপাতালে ভর্তি আছে।

কোনো স্বজন না থাকায় বর্তমানে ওই নবজাতক রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। নার্সদের ভাষ্যমতে, গত শনিবার বিকেলে বাবা-মা পরিচয় দিয়ে মধ্যবয়সী দুজন নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে ওই নবজাতককে ভর্তি করেন। ছেলে নবজাতকের বয়স হবে কয়েক দিন। ভর্তির পর চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় ওষুধ আনার কথা বলে ওয়ার্ড থেকে বের হন ওই দুই নারী-পুরুষ। ওই দিন থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাঁরা উধাও রয়েছেন।

নার্সদের ভাষ্যমতে, নবজাতক সুস্থ রয়েছে। এরই মধ্যে অনেকে তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে আদালতের মাধ্যমে সরকারি ছোটমণি নিবাসে হস্তান্তর করতে চায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করেই তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ লাপাত্তা। শেষ পর্যন্ত তাঁরা কেউ না এলে বা আজকালের মধ্যে তাঁদের পাওয়া না গেলে আদালতের মাধ্যমে নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাটার জন্মগত একটা ত্রুটি ছিল। মলদ্বার বন্ধ থাকার কারণে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছিল। এটা নজরে আসার পর হাসপাতালেই ছোট একটা অস্ত্রোপচার করা হয়েছে। আশা করছি, এখন সে ভালো থাকবে।’

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘ইতিমধ্যে থানায় একটা জিডির মাধ্যমে বাচ্চার বিষয়টা আদালতকে জানানো হয়েছে। আদালত তাকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে দিয়েছেন। তবে যেহেতু বাচ্চাটার একটা অস্ত্রোপচার হয়েছে, তাকে এখনো হাসপাতালেই রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তাকে ছোটমণি নিবাসের কর্মকর্তারা নিয়ে যাবেন।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার