হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গুলিও ছোড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি নগরের তাঁতী দলের রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে নিয়ে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সিঅ্যান্ডবি মোড় থেকে সরে গিয়ে পাপ্পু নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রাচীরসংলগ্ন পদ্মাপাড় এলাকায় তাঁকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় সেখানে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দলেরই দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক, সবাই চিকিৎসার কাজে ব্যস্ত। তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা