চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী অফিস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীরে রাতে ৬ নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে কে বা কারা ওই এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিজুল ইসলামের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে। একই এলাকায় প্রথমে নৌকা প্রতীকের, পরে স্বতন্ত্র প্রার্থী আনারসের নির্বাচনী অফিস ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে সকালে দুই প্রার্থী তাঁদের নির্বাচনী অফিস দেখতে ছুটে যান।
নৌকা প্রতীকের প্রার্থী তোফিজুল ইসলাম জানান, কে বা কারা ৬ নম্বর ওয়ার্ডের তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে চলে যায়। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এ কাজ করছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান জানান, তাঁর আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভেঙে দেয়। তিনি মৌখিকভাবে থানায় অবহিত করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, লিখিতভাবে কেউ অভিযোগ দেননি। তবে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।