হোম > সারা দেশ > রাজশাহী

৯৯৯-এ কল দিয়ে মাদকাসক্ত স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে মাদকাসক্ত স্বামী আবদুল মমিনের বিরুদ্ধে অভিযোগ দেন তাঁর স্ত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে মমিনকে উপজেলার খায়েরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল মমিন মাদকাসক্ত। তিনি অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। পরিবারের লোকজন ও তাঁর স্ত্রী মমিনের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ। এ ঘটনায় কোনো উপায় না পেয়ে তাঁর স্ত্রী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বাঘা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আবদুল মমিনের স্ত্রী বলেন, ‘আমাদের সংসারে দুই সন্তান রয়েছে। আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে সন্তানের সামনে প্রতিনিয়ত আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। শনিবার তাঁর মারপিটে আমি অসুস্থ হয়ে গেলে পুলিশের সহযোগিতায় আমার বাবার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল করিম বলেন, ‘৯৯৯-এ ফোন কলে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন নামের এক মাদকাসক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী