হোম > সারা দেশ > রাজশাহী

৯৯৯-এ কল দিয়ে মাদকাসক্ত স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে মাদকাসক্ত স্বামী আবদুল মমিনের বিরুদ্ধে অভিযোগ দেন তাঁর স্ত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে মমিনকে উপজেলার খায়েরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল মমিন মাদকাসক্ত। তিনি অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। পরিবারের লোকজন ও তাঁর স্ত্রী মমিনের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ। এ ঘটনায় কোনো উপায় না পেয়ে তাঁর স্ত্রী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বাঘা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আবদুল মমিনের স্ত্রী বলেন, ‘আমাদের সংসারে দুই সন্তান রয়েছে। আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে সন্তানের সামনে প্রতিনিয়ত আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। শনিবার তাঁর মারপিটে আমি অসুস্থ হয়ে গেলে পুলিশের সহযোগিতায় আমার বাবার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল করিম বলেন, ‘৯৯৯-এ ফোন কলে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন নামের এক মাদকাসক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর