হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে অস্ত্র নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী–৫ (দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয় ভীতিপ্রদর্শন ও হুমকি দেওয়ার দু-একটি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে দিনের শুরুতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ দুপুরের পর কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয় ভীতিপ্রদর্শন ও হুমকি দিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে নৌকা সমর্থকের নেতা–কর্মীদের বিরুদ্ধে। 

তখন চাইনিজ কুড়াল হাতে নিয়ে এক যুবক ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে নৌকার সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যায়। 

রোববার দুপরের দিকে এ ঘটনা ঘটে। 

এ ছাড়াও উপজেলার শ্যামপুর, নওপাড়া, শিবপুর, ঝালুকা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকার সমর্থক ভোটারদের বাধা ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানতেই চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘বিকেল সাড়ে চার সময় আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল ৫০ ভাগের কিছু ওপরে ভোট পড়েছে। তবে এখনো অনেক জায়গায় ভোট গ্রহণ চলছে। সব জায়গায় ভোট গ্রহণ শেষ পার্সেন্ট আরও বাড়বে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘৬৪টি কেন্দ্রে শান্তি পূর্ণ ভোট গ্রহণ হয়েছে। হাতে গোনা দু-একটা কেন্দ্র ছাড়া কোথায়ও কোনো অভিযোগ পাওয়া যায় নি।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী