হোম > সারা দেশ > নাটোর

বাস শ্রমিককে মারধরের অভিযোগে নাটোরে বাস চলাচল বন্ধ 

নাটোর প্রতিনিধি

বনলতা ট্রাভেলসের তিন শ্রমিককে সিংড়া মোটর মালিক সমিতির সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই নাটোর থেকে অভ্যন্তরীণ চারটি রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর জেলা বাস মালিক সমিতি। হঠাৎ করে বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে নাটোর হয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

জানা যায়, বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নাটোর-বগুড়া রুটের যাত্রীরা। এ পথে অধিকাংশই জেলা সমিতির গাড়ি চলাচল করায় যাত্রীরা জেলার বাসের ওপর নির্ভরশীল। গাড়ি না থামায় ও বিআরটিসি বাসের আসনসংখ্যা নির্ধারিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন তাঁরা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, বনলতা ট্রাভেলস নামে নাটোর জেলা বাস মালিক সমিতির একটি বাস গতকাল বুধবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়া মোটর মালিক সমিতির লোকজন বনলতা ট্রাভেলসের তিন শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে আজ সকাল থেকে জেলা বাস মালিক সমিতি সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

শ্রমিক মারপিটের কথা অস্বীকার করে নাটোর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রেখে আমাদের ওপর দায় চাপানো হচ্ছে। 

হাসান ইমাম অভিযোগ করে বলেন, বেশ কয়েক দিন আগে থেকে নাটোর বাস মালিক সমিতি কোন চিঠি বা মৌখিকভাবে না জানিয়ে হঠাৎ করে বাস দিয়ে যাত্রী পরিবহন করছে। বিষয়টি আমরা নাটোর মালিক সমিতিকে জানিয়েছি। তাঁরা কোন কর্ণপাত করেনি। তবুও আমরা কোন বাস চলাচলে বাধা দেইনি। 

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দুই সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। উভয় সমিতিকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি সুরাহা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার